২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কর্তৃক শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান আর নেই। গতকাল সকালে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বাদ আছর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে নামাজে জানাজা শেষে মিছকিন শাহ মাজারস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি এক পুত্র ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ইশতেয়াক আজিজ খান, কন্যা ফারজানা জেসমিন খান, জামাতা মেরিনার ক্যাপ্টেন ফসিউর রহমান ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একাধারে বর্ষীয়ান এই শিক্ষাবিদ ও ক্রীড়া ব্যাক্তিত্বের মৃত্যুতে চট্টগ্রামে নেমে এসেছে শোকের ছায়া। তার জানাজায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক সিটি মেয়র...