২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে অনায়াস জয়ে হারানো আত্মবিশ্বাস কিছুটা ফিরে পেয়েছে বাংলাদেশ দল। এবার দৃষ্টি সিরিজ জয়ে, টানা চার ওয়ানডে সিরিজ হারের হতাশায় প্রলেপ দেওয়ায়। সেই লক্ষ্যে মাঠে নামার আগের দিন দলকে একটু ভিন্নভাবে প্রস্তুত করলেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। মিরপুরে গত শনিবার ক্যারিবিয়ানদের ৭৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। আজ একই ভেন্যুতে দুপুর দেড়টায় দ্বিতীয় ওয়ানডেতে ফের মুখোমুখি হবে দল দুটি। এজন্য গতকাল মাঠের সেন্টার উইকেটে প্রায় দুই ঘণ্টা দলকে ম্যাচ পরিস্থিতির অনুকরণে অনুশীলন করিয়েছেন সিমন্স। টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার, এমনকি লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যানদেরও ব্যাটিং অনুশীলন করানো হয়েছে। তাদেরকে বল করেছেন নাসুম আহমেদ, তানভির ইসলাম ও রিশাদ হোসেন।সাধারণত ম্যাচের আগে...