২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। শনিবার থেকে নিউইয়র্ক সিটিতে শুরু হওয়া ‘নো কিংস’ শীর্ষক এই বিক্ষোভে যোগ দিয়েছেন লাখ লাখ মানুষ। এর মধ্যেই প্রকাশিত নতুন এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের অনুমোদনের হার ৩৭ শতাংশে নেমে এসেছে। অ্যাসোসিয়েটেড প্রেস এবং এনওআরসি পরিচালিত এ জরিপে দেখা গেছে যে, ৩৭ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের প্রতি সমর্থন এবং ৬১ শতাংশ ট্রাম্পের প্রতি অসম্মতি জানিয়েছেন। ট্রাম্পের নিজের দল রিপাবলিকান সদস্যদের মধ্যেও ২২ শতাংশ ট্রাম্পের প্রতি অসম্মতি জানিয়েছেন। সমর্থন জানিয়েছেন ৭৭ শতাংশ। বিরোধীদল ডেমোক্র্যাটদের মধ্যে ৯৩ শতাংশই ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন। সমর্থন জানিয়েছেন মাত্র ৫ শতাংশ। এদিকে, ‘নো কিংস’ বিক্ষোভের ঢেউ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ইউরোপেও। সংহতি জানাতে জার্মানির বার্লিন, স্পেনের...