২১ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম স্কোয়াডে থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে খেলার সুযোগ হয়নি। দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা পেয়েই ইতিহাস গড়লেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আসিফ আফ্রিদি। ৭০ বছরের মধ্যে পাকিস্তানের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হলো তার। গতকাল রাওয়ালপিন্ডিতে আসিফ খেলতে নেমেছেন ৩৮ বছর ২৯৯ দিন বয়সে। এই বয়সে সাধারণত বেশিরভাগ ক্রিকেটারের ক্যারিয়ার শেষ হয়ে যায়। তবে তার গল্পের শুরুটা হচ্ছে ঠিক সেই বয়সে। পাকিস্তানের ২৬০তম টেস্ট ক্রিকেটার আসিফ। তার মাথায় মর্যাদাপূর্ণ টেস্ট ক্যাপ পরিয়ে দেন সতীর্থ বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। এমন দিনটি নিজেদের করেই পেয়েছে পাকিস্তান। যদিও নিজেদের কল্যাণে যতটুকু প্রতিপক্ষের ক্যাচ মিসের মহড়া সে পথ করে দিয়েছে সহজ। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ৫ উইকেটে ২৫৯ রান।পাকিস্তানের হয়ে আসিফের...