২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম দুবাইয়ে বসবাসরত ৬ বছর বয়সী শিশুশিল্পী শিবাঙ্ক ভারণ সঙ্গীতজগতে অবিশ্বাস্য কীর্তি গড়েছে। মাত্র এক মিনিটে ১৬ জন ক্লাসিক্যাল সুরকারের সুর শনাক্ত করে সে জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।শিবাঙ্কের সঙ্গীতযাত্রা শুরু মাত্র তিন বছর বয়সে। কার্টুন দেখার সময়ও তার মন যেত চরিত্রের চেয়ে পটভূমির সুরের দিকে। সে তৎক্ষণাৎ চিনে ফেলত — এটি বিথোভেন, মোৎসার্ট, বাখ না ভিভালদির সুর। তার মা ইয়ালনি বলেন, ‘সঙ্গীত শিবাঙ্কের কাছে কেবল শব্দ নয়, এটি তার জন্য দুনিয়াকে বোঝার একটি ভাষা’। তিনি জানান, রেস্তোরাঁয় বা যেকোনো জায়গায় বাজতে থাকা সুর শুনেই শিবাঙ্ক বলে দিতে পারে কে সেই সুরকার। এখন পর্যন্ত শিবাঙ্ক ৬৫টিরও বেশি ক্লাসিক্যাল কম্পোজিশন কেবল শুনেই শনাক্ত করতে পারে—এর মধ্যে রয়েছে চোপিন, ডেবুসি,...