হজরত আবু উবাইদা ইবনুল জাররাহ (রা.) জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির একজন। তিনি ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর খুবই প্রিয়। একবার হজরত আয়েশা (রা.)-কে জিজ্ঞাসা করা হলো, নবীজি (সা.) কাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন? তিনি উত্তর দিলেন, হজরত আবু বকর সিদ্দিক (রা.)। আবার জিজ্ঞেস করা হলে বললেন, ‘হজরত ওমর ফারুক (রা.)। এরপর কাকে? জবাব এলো, হজরত আবু উবাইদা ইবনুল জাররাহ (রা.)। (জামে তিরমিজি ৩৬৫৭) রাসুলুল্লাহ (সা.) তাকে ‘উম্মতে মুহাম্মদির বিশ্বস্ততম ব্যক্তি’ উপাধি দিয়েছিলেন। হজরত আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত হাদিসে নবীজি (সা.) বলেন, ‘প্রত্যেক উম্মতের একজন বিশ্বস্ত ব্যক্তি থাকে, আমার উম্মতের সর্বাধিক বিশ্বস্ত ব্যক্তি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ।’ (সহিহ বুখারি ৭২৫৫) নাজরান গোত্রের প্রতিনিধিদল নবীজি (সা.)-এর কাছে এসে বলল, ‘হে আল্লাহর রাসুল, আমাদের সঙ্গে এমন একজন বিশ্বস্ত ব্যক্তিকে পাঠান, যিনি আমাদের দ্বীনের...