পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটি হরমোনাল অসুখ, যেখানে প্রতি মাসে ওভুলেশন না হওয়ার কারণে ডিমগুলো ওভারির চারদিকে ছোট ছোট সিস্টের আকারে সজ্জিত থাকে। এই অসুখে প্রতি মাসে মাসিক নিয়মিত হয় না, অনেকের ক্ষেত্রেই বন্ধ্যত্ব দেখা দেয়। মুখে, শরীরে অবাঞ্ছিত লোম হয়, ব্রণের আধিক্য ও মাথার চুল পড়ে। পলিসিস্টিক ওভারি সিনড্রোম শতকরা ৪০ থেকে ৫০ ভাগ বন্ধ্যত্বের জন্য দায়ী করা হয়। হরমোনাল কারণ হলো এন্ড্রোজেন হরমোনের আধিক্য এবং ইনসুলিন হরমোন শরীরে বেশি পরিমাণে থাকলেও সঠিকভাবে কাজ করতে পারে না। পরিবেশগত কারণ : অতিরিক্ত চর্বিজাতীয় খাবার গ্রহণ, অতিরিক্ত ফাস্টফুড গ্রহণ, হাইগ্লাইসেমিক ইনডেক্স শর্করা গ্রহণ (ভাত, আলু, চিনি, মিষ্টি), ওজনের আধিক্য। অক্সিডেটিভ স্ট্রেস : শরীরে ঙীরফধহঃ এবং অহঃরড়ীরফধহঃ-এর একটা ব্যালান্স থাকে, এটার যখন তারতম্য হয় তখন ঙীরফধঃরাব স্ট্রেস তৈরি হয়। এই ঙীরফধঃরাব ংঃৎবংং প্রক্রিয়ায়...