২১ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম সেন্ট্রাল ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) আরেকটি টুর্নামেন্টে ঢাকায় শুরু হচ্ছে আগামীকাল থেকে। যার নাম হচ্ছে ‘কাভা কাপ ফর ম্যান ২০২৫’। এই টুর্নামেন্টকে ঘিরে মূলত দু’টি লক্ষ্য বাংলাদেশ ভলিবল ফেডারেশনের। প্রথমটি লম্বা সময় আন্তর্জাতিক ম্যাচ না খেলার সুবাদে আন্তর্জাতিক র্যাঙ্কিং পুনরুদ্ধার করা। দ্বিতীয়টি ছয় দল নিয়ে হতে যাওয়া এই প্রতিযোগিতায় ফাইনালে খেলা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কাভা কাপে স্বাগতিক বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, তুর্কমেনিস্তান ও আফগানিস্তান অংশ নিচ্ছে। ২০১৬ সালে সবশেষ কাভা কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ সালেও সেরা হয় লাল-সবুজরা। তবে ওই আসর ছিল অনূর্ধ্ব-২৩ দলের। বিশ্ব ভলিবলের বর্তমান র্যাঙ্কিংয়ে রয়েছে ১০১টি দেশ। কিন্তু ২০২৩ সালের পর কোনো আন্তর্জাতিক আসরে না খেলার কারণে বাংলাদেশ নেই এই...