২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম গাজার সিভিল ডিফেন্স সংস্থা ও হাসপাতালগুলো জানিয়েছে, রোববার ফিলিস্তিনের গাজাজুড়ে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এর আগে নিহতের সংখ্যা ৩৩ জন বলে জানানো হয়েছিল। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় হামাসের ডজনখানেক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের ভিত্তিহীন অভিযোগ তুলে গাজায় এ হামলা শুরু করে ইসরাইলি সামরিক বাহিনী। তবে হামাস দাবি করেছে যে, তারা কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করেনি, বরং যুদ্ধবিরতির বাস্তবায়নে এখনো প্রতিশ্রুতিবদ্ধ। ইসরাইল বরং চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের সৈন্যদের লক্ষ্য করে রোববার রাফায় একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও গুলি চালিয়েছে হামাস। এ ঘটনায় তাদের দু›জন সৈন্য নিহত হয়েছেন বলেও দাবি করেছেন ইসরাইলি কর্মকর্তারা।গাজার সিভিল...