২১ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম অনেক ঘটা করে অনেক ঢোলসহরত যোগে প্রচার করা হলো যে, ২৪টি রাজনৈতিক দল এবং ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ড. ইউনূসসহ কমিশনের সমস্ত সদস্য জুলাই সনদে সই করেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সনদকে বিশে^র সামনে নজির স্থাপন করবে বলে তার ভাষণে উল্লেখ করেছেন। ড. ইউনূস সাধারণত সুপারলেটিভ ডিগ্রিতে কথা বলেন। যেমন, গত বছর নিউইয়র্কে গিয়ে তিনি ক্লিনটন ফাউন্ডেশনের এক সভায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং ক্লিনটনপতœী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সামনে বলেন যে, জুলাই বিপ্লব ছিলো, তাঁর ভাষায় মেটিকুলাস ডিজাইন করা একটি বিপ্লব বা গণঅভ্যুত্থান। তিনি বর্তমান তথ্য উপদেষ্টা (তখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী) মাহফুজ আলমকে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দেন। বাস্তব ঘটনা...