২১ অক্টোবর ২০২৫, ১২:২০ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:২০ এএম কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় ম্যারাথন আলোচনার পর রোববার ভোরে পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক ও স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। উভয় পক্ষ নিরাপত্তা উদ্বেগ মোকাবেলার জন্য ব্যবস্থা গ্রহণেও সম্মত হয়েছে বলে কর্মকর্তারা ঘোষণা করেছেন। গত ১১ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষ, ২০২১ সালে কাবুলে তালেবানদের দখলের পর থেকে সবচেয়ে তীব্র ছিল এবং এর ফলে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা কর্মী সহ কয়েক ডজন নিহত এবং শত শত আহত হয়, যা দুই দেশের মধ্যে অবিশ্বাসকে আরও বাড়িয়ে তোলে। ১৫ অক্টোবর দুই দেশ ৪৮ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং পরে আলোচনার সুযোগ দেওয়ার জন্য এটি বাড়ানো হয়। পাকিস্তানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল...