২১ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ব্যাবস্থায় যে যথেষ্ট ঘাটতি ও ত্রুটি রয়েছে, তা প্রমাণিত হয়েছে। এর আগে ঢাকার মিরপুরে একটি গার্মেন্ট ও একটি রাসায়নিক কারখানায় এবং চট্টগ্রাম ইপিজেডে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ দু’টি অগ্নিকা-ের ঘটনায়ও বুঝতে অসুবিধা হয় না, অগ্নিদুঘর্টনা মোকাবিলায় আমরা কাক্সিক্ষত সক্ষমতা অর্জন করতে পারিনি। পরপর তিনটি বড় অগ্নিকা-ের ঘটনায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এগুলো কি নিছক দুর্ঘটনা, না পরিকল্পিত নাশকতা? পর্যবেক্ষকদের ধারণা, নাশকতা হতে পারে। নাশকতা হলে এর সঙ্গে কারা জড়িত? তাদের মতে, পতিত স্বৈরাচার ও তার প্রভু ভারতের জড়িত থাকাই সম্ভব। তাদের যুক্তি হলো, জুলাই গণঅভ্যুত্থানের পর পতিত স্বৈরাচার ও ভারত যৌথভাবে একের পর এক দেশকে অস্থিতিশীল ও...