২১ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:১৮ এএম ফ্রান্সের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের প্রতীক প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরে ঘটেছে এক দুর্ধর্ষ ডাকাতি। বিশ্বের অন্যতম নিরাপদ ও পর্যটকে ভরপুর এই জাদুঘর হঠাৎই পরিণত হয় এক চাঞ্চল্যকর অপরাধস্থলে। চুরি যাওয়া বস্তুগুলোর মধ্যে রয়েছে ফরাসি রাজপরিবারের শতাব্দীপ্রাচীন গয়নাÑযেগুলোর ঐতিহাসিক মূল্য কেবল অর্থে নয়, বরং ইউরোপীয় ইতিহাসের গভীর স্মৃতির সঙ্গে জড়িয়ে। ঘটনাটি ঘটছে রোববার (১৯ অক্টোবর) দুপুরে। তখন ল্যুভরে শত শত পর্যটক ঘুরে দেখছিলেন প্রদর্শনীগুলো। ঠিক সেই সময়েই কয়েকজন দুর্ধর্ষ চোর পরিকল্পিতভাবে প্রবেশ করে জাদুঘরের রাজকীয় গয়নার বিভাগে। কয়েক মিনিটের মধ্যেই তারা নিয়ে পালিয়ে যায় আটটি অমূল্য প্রদর্শনী সামগ্রী, যার মধ্যে ছিল রাজতন্ত্রের সময়কার মুকুট, গলার হার (নেকলেস), কানের দুল ও ব্রোচ। চুরির কারণ স্পষ্ট Ñ এই বস্তুগুলোর দাম ও...