বিনোদন ডেস্কঃদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় থ্রিলার ও ড্রামা সিরিজ‘স্কুইড গেম’-এর প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতালি বিয়ং হুনসম্প্রতি ইনস্টাগ্রামে বলিউড সুপারস্টারশাহরুখ খানেরসঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, “শাহরুখ খানের সঙ্গে দেখা করে নিজেকে ধন্য মনে করছি।” এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে জল্পনা—তাহলে কি শাহরুখ খানকে দেখা যাবে‘স্কুইড গেম’-এর ভবিষ্যৎ কোনো সিজনে? ইনস্টাগ্রামের মন্তব্যবক্সে কেউ লিখেছেন, “এরা একসঙ্গে কাজ করলে পর্দায় আগুন লাগবে।” কেউ আবার সরাসরি প্রশ্ন রেখেছেন, “শাহরুখ কি ‘স্কুইড গেম’-এ নাম লেখাতে চলেছেন?” ছবিটি তোলা হয়েছে সৌদি আরবেররিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ। এই আন্তর্জাতিক আয়োজনে একই মঞ্চে উপস্থিত ছিলেন শাহরুখ খান, লি বিয়ং হুন ছাড়াও বলিউড তারকাসালমান খান,আমির খানএবং বিশ্বখ্যাত ইউটিউবারমি. বিস্টও বাস্কেটবল কিংবদন্তিশাকেইল ও’নিল। এই মঞ্চে বিশ্ববিনোদন জগতের নানা বড় মুখ একসঙ্গে...