ফেনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা শাখার এক উঠান বৈঠকে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উঠান বৈঠকে হামলার ঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন ও সভাপতি মীর সবুজকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছেন। এ ঘটনায় জামায়াতের ইউনিয়ন আমির মাওলানা আবুল বশরসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম. আবদুর রহিম। তিনি আরও জানান, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানান, যুবদল নেতা কামরুল ইসলাম...