ইসরায়েল-গাজা বিরোধ মূলত ইহুদি সংখ্যাগরিষ্ঠ ইসরায়েল এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিনের মধ্যে বিরোধ। এটি প্রধানত শুরু হয় ১৯৪৮ সালে ১৪ মে ডেভিড বেনগুরিয়ন কর্তৃক ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করার মধ্য দিয়ে। আসলে ‘ইসরায়েল’ রাষ্ট্র স্থাপন করার পেছনে ছিল সুদূরপ্রসারী চক্রান্ত। ১৯৪৮ সালের ১৪ মে ডেভিড বেনগুরিয়ন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করে নিজেকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। অথচ রাষ্ট্রটির কোনো সীমানা নেই, ছিল না পূর্ণাঙ্গ সরকার, এমনকি কোনো ভূখণ্ড। ১৫ মে ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধ করে ইসরায়েল পশ্চিম জেরুজালেম দখল করে নেয়। ১৯৫৬ সালে দ্বিতীয় আরব-ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে ইসরায়েল মিসরের সিনাই এলাকা দখল করে। ১৯৬৭ সালে ৬ দিনব্যাপী তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল মিসর থেকে গাজা দখল, সিরিয়া থেকে গোলান মালভূমি, জর্ডান থেকে জর্ডান নদীর পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম এবং...