কাউকে না জানিয়ে অনেকটা গোপনেই গত মাসে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এভাবে হঠাৎ করে এই নায়কের আমেরিকা যাওয়ায় নানা গুঞ্জন শুরু হয় চলচ্চিত্র ও দর্শক মহলে। অনেকে বলেছেন, বাপ্পী নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আবার অন্য এক দল বলেছে হাতে কাজ না থাকায় বেকারত্ব ঘোচাতে আমেরিকায় স্থায়ী হচ্ছেন তিনি। এই চর্চার মধ্যেই গত ১৮ অক্টোবর দেশে ফিরেছেন এ অভিনেতা। দেশে এসে এসব কানাঘুষার জবাব দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন বাপ্পী। স্পষ্ট জানিয়ে দিলেন, দেশ ছেড়ে পালিয়ে যাননি তিনি। যুক্তরাষ্ট্র সফরের কারণ জানিয়ে বাপ্পী বলেন, আমি নিজেও অনেক জায়গায় দেখেছি খবর এসেছে যে বাপ্পী পালিয়ে গেছেন, আর দেশে ফিরবেন না। এসব একদমই সত্য নয়। বিদেশে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা নেই আমার। বরং হোমসিক মানুষ আমি, পরিবার ছাড়া...