নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য একটি কঠোর বাধ্যবাধকতা হলো—পরিচালনা পর্ষদ কর্তৃক প্রস্তাবিত ডিভিডেন্ড বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের ৩০ দিনের মধ্যে তা শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করতে হবে। কিন্তু এই গুরুত্বপূর্ণ আর্থিক নিয়ম লঙ্ঘন করেছে দেশের ১৭টি তালিকাভুক্ত কোম্পানি। নির্ধারিত সময়ের আট মাস পেরিয়ে গেলেও এই কোম্পানিগুলো ঘোষিত ডিভিডেন্ড বিতরণ করেনি, যা বিনিয়োগকারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। এই গুরুতর ব্যর্থতা সত্ত্বেও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যত কোনো ব্যবস্থা নিতে পারেনি। গত এপ্রিলে ডিভিডেন্ড বিতরণে ব্যর্থ কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বিএসইসি-এর বৈঠক হয়েছিল, কিন্তু পাঁচ মাস পার হওয়ার পরও কোম্পানিগুলো তাদের বিতরণ সম্পন্ন করেনি। ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতার কারণে মূল বোর্ডে তালিকাভুক্ত ১২টি কোম্পানির 'জেড' ক্যাটাগরিতে অবনমন ঘটেছে। এই অবনমনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।...