সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারের ছালেহা ক্লিনিক নামে একটি বেসরকারি ক্লিনিকে এক গর্ভবতী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের স্বামীর বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রণীখাই ইউনিয়নের দরাকুল গ্রামে। নিহতের স্বামী নুরুজ্জামান জানান, তার স্ত্রী সোনারা বেগমের মৃত্যু হয়েছে ছালেহা ক্লিনিকে। জানা যায়, সোনারা বেগম গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বড়ঘোসা গ্রামের মৃত জহির আলীর মেয়ে। ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের উপর হামলা হয়। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাংবাদিকরা হলেন দৈনিক জৈন্তাবার্তা’র প্রতিবেদক সৈয়দ হেলাল আহমদ বাদশাহ এবং দৈনিক উত্তরপূর্ব’র প্রতিনিধি হারুন আহমদ। হামলার শিকার হেলাল আহমদ বাদশাহ বলেন, “তথ্য-উপাত্ত সংগ্রহের সময় ছালেহা ক্লিনিক পরিচালনাকারী সিন্ডিকেট সদস্য তোয়াকুল ইউনিয়নের লাকি গ্রামের (উত্তর পশ্চিমপাড়া) আব্দুর...