পিতার জীবিত থাকা অবস্থায় সম্পত্তি এক সন্তানের নামে করার ঘটনা বাড়ছে। তবে বাংলাদেশি আইন অনুযায়ী, অন্য সন্তানেরা নিজেদের অধিকার হারাতে পারে না। আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একজন ব্যক্তি জীবিত থাকাকালীন নিজের সম্পত্তি যাকে ইচ্ছা দান করতে পারেন। তবে তা করতে হলে অবশ্যই বৈধ পদ্ধতি অনুসরণ করতে হবে। মৌলিক বিষয়সমূহ:১. ওসিয়ত:মুসলিম উত্তরাধিকার আইনে মৃত্যুর আগে সর্বোচ্চ ১/৩ অংশ ওসিয়ত করা যায়। ১/৩ এর বেশি ওসিয়ত হলে তা বৈধ হবে না। বঞ্চিত সন্তানরা আদালতে চ্যালেঞ্জ করে নিজেদের অংশ ফিরে পেতে পারেন। ২. নন-রেজিস্টার্ড দলিল:সাদা কাগজ, সাধারণ নোটারী বা অরেজিস্টার্ড দলিল কোনো মালিকানা তৈরি করে না। এগুলোর ভিত্তিতে মালিকানা দাবি করলে অন্য ওয়ারিশরা সহজেই মামলা করে তা বাতিল করতে পারবেন। ৩. জরিপ বা খতিয়ান:খতিয়ানে নাম থাকা মালিকানা প্রমাণ হিসেবে কাজ করে না। বাকি ওয়ারিশরা...