গাজীপুরের কালিয়াকৈরে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্সটি পুড়ে গেলেও অল্পের জন্য প্রাণে বাঁচলেন মালিক, চালকসহ অন্তত পাঁচজন। সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সূত্রাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের সুজন মিয়া দীর্ঘদিন আগে জীবিকার খোঁজে কালিয়াকৈরে আসেন। পরে তিনি উপজেলার সাহেব বাজার এলাকায় বিউটি বেগমের বাড়িতে বাসা ভাড়া নিয়ে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ৮–১০ দিন আগে তিনি এবং স্থানীয় স্কয়ার কারখানায় কর্মরত কালাম মিয়া মিলে প্রায় ১৬ লাখ টাকা দিয়ে পুরাতন একটি অ্যাম্বুলেন্স কিনেছিলেন। গত কয়েক দিন ধরে তারা স্থানীয় বিভিন্ন গ্যারেজের মেকানিকদের মাধ্যমে ওই অ্যাম্বুলেন্সটি মেরামত করছিলেন। এর ধারাবাহিকতায় সোমবার উপজেলার বোর্ডঘর এলাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যাল ঔষধ কারখানার পাশে একটি গ্যারেজে অ্যাম্বুলেন্সের তেলের লাইনের কাজ করান। কাজ শেষে...