কলম্বোয় দারুণ এক জয়ের দোরগোড়ায় থেকেও শেষ পর্যন্ত হার মানতে হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। শ্রীলঙ্কা নারী দলকে ২০২ রানে গুটিয়ে দিয়েও জয় তুলতে পারেননি নিগার সুলতানারা।রোমাঞ্চকর এই ম্যাচে লঙ্কানরা জয় পায় ৭ রানে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। সাজঘরে ফেরেন বিশ্মি গুনারত্নে। এরপর কিছুটা প্রতিরোধ গড়লেও চামারি আতাপাত্থুর বিদায়ে আবারও বিপদে পড়ে দলটি। ৭২ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতনের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। মাঝের ওভারে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে লঙ্কান ব্যাটাররা। শেষ দিকে উদেশিকা প্রাবোধানী ও মলকি মাদারার ছোট ইনিংস কিছুটা রান তুললেও বড় স্কোর গড়া সম্ভব হয়নি। ৪৮.৪ ওভারে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা নারী দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন হর্ষিথা সামারাবিক্রমা।...