বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, ছাত্রদল দেশনেত্রী খালেদা জিয়ার হাতিয়ার। ছাত্রদল তারেক রহমানের প্রিয় সংগঠনের নাম। গত ১৬ বছর ধরে বাংলাদেশে গণতন্ত্রের দাবিতে, ভোটের দাবিতে লাগাতার আন্দোলন সংগ্রাম করেছে। ১৬ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অসংখ্য ভাই, অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে। তাদের রক্তের মধ্যে দিয়ে এই জুলাই-আগস্টের পটভূমি তৈরি হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে মিছিলপূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে শিক্ষার্থী ও মহিলাদের এ মিছিল হয়। তিনি বলেন, ছাত্রদল সব গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে অভূতপূর্ব রক্তক্ষয়ী সংগ্রাম গড়ে তুলেছে। সেই সংগ্রামে হাজার হাজার...