২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ১২:০২ এএম আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পিছনে ভারতের ভূমিকা রয়েছে বলে দাবি করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। একই সঙ্গে ভারত ও আফগানিস্তানকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। তার সেই দাবি অস্বীকার করেছেন তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন ‘আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় ভারতের কোনও ভূমিকা নেই। এই অভিযোগগুলি ভিত্তিহীন। আমাদের নীতিতে কখনও অন্য দেশের বিরুদ্ধে আমাদের ভূখণ্ড ব্যবহার করা হবে না।’ গত কয়েক সপ্তাহ ধরেই পাকিস্তান সেনার সঙ্গে আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষ চলছে। ওই সীমান্ত সংঘর্ষে দুই দেশের একাধিক সেনা সদস্যের পাশাপাশি সাধারণ নাগরিকও মারা গিয়েছেন। পাকিস্তানের বিমান হামলায় তিন তরুণ আফগান ক্রিকেটার মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। শেষ পর্যন্ত কাতারের...