রাশিয়া ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন।সোমবার (২০ অক্টোবর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানান।পেসকভ বলেন, ‘রাশিয়া অবশ্যই ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রস্তুত। ইরান আমাদের অংশীদার, আর আমাদের সম্পর্ক দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।’রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি বছরের শুরুর দিকে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছিল মস্কো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছিল, এই হামলার লক্ষ্য ছিল তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।পেসকভ আরও বলেন, ইউরোপীয় দেশগুলো ইরানের ওপর ‘অতিরিক্ত চাপ’ দিচ্ছে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়ে, যা পরিস্থিতিকে ‘খুব জটিল’ করে তুলেছে।এদিনই পুতিনের এক বিশেষ দূত তেহরানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের...