বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, নব্য ফ্যাসিবাদীদের প্রতিহত করতে জাতি অতীতের মতোই প্রস্তুত। দেশ কারও বাপের নয়, কোনো পরিবারেরও নয়।এই দেশ ১৮ কোটি জনগণের। জনগণ যাকে ভোট দেবে, জামায়াতে ইসলামীর তাতে কোনো আপত্তি নেই। প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে ও সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে সোমবার (২০ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররমের উত্তর গেইটে। তিনি বলেন, যে কোনো দল যদি নিজেদের দেশের মালিক মনে করে থাকে, তবে তাদের উচিত হবে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু থেকে শিক্ষা নেওয়া। এখন ছাত্ররা ভোটের মাধ্যমে বয়কট শুরু করেছে। জনগণও সুযোগ পেলে নব্য ফ্যাসিবাদীদের ভোটের মাধ্যমেই বয়কট করে...