শ্রীলংকার বিপক্ষে ২০৩ রানের লক্ষ্য থেকে ১২ রান রান দূরে। হাতে ২ ওভার আর পাচ পাচটি উইকেট। নিগার সুলতানা জ্যোতি আছেন ক্রিজে ৭৬ রান নিয়ে। বাংলাদেশ জিতবে না কেনো সেটাই ছিল প্রশ্ন। কিন্ত না এ অবস্থা থেকে কিভাবে হারা যায়, তাই দেখিয়ে দিলেন বাংলাদেশের ব্যাটাররা। পতনটা শুরু হয় ৪৯তম ওভারের চতুর্থ বলে রিতু মনি আউট হলে। ওই ওভারে ৩ রান উঠলে শেষ ওভারে দরকার পরে ৯ রান। কিন্তু লংলান অধিনায়ক আতাপাত্তুর ওভারের ৪ বলে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। জ্যোতিও ৭৭ বলে আউট হন এর মধ্যে। শেষপর্যন্ত ৬৪ রান করা শারমিন আক্তার সুপ্তা ১ বল পেয়েছিলেন। কিছু করতে পারেনি। ৭ রানের হারে বিশ্বকাপ থেকে ছিটকে গেলো বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কা প্রথম জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের একটা ক্ষিন সম্ভাবনা জাগালো। হারের...