শাপলা প্রতীককে ঘিরে আবারও পর্যালোচনায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি জানিয়েছে, বিদ্যমান আইন ও বিধি যাচাই করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পছন্দের প্রতীকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে রোববার (১৯ অক্টোবর) পর্যন্ত এনসিপিকে বিকল্প প্রতীক নির্বাচনের জন্য সময় নির্ধারণ করেছিল ইসি। তবে নির্ধারিত সময়ের শেষ দিনে দলটির একটি প্রতিনিধি দল কমিশনে উপস্থিত হয়ে পুনরায় শাপলা প্রতীকেই আগ্রহ প্রকাশ করে লিখিত আবেদন জমা দেয়। পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশন বিষয়টি আবারও আলোচনায় আনতে যাচ্ছে বলে জানা গেছে। সোমবার (২০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে ইসি। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “আমরা তাদের ৫০টি প্রতীকের মধ্যে থেকে একটি বেছে নিতে বলেছিলাম। সময়সীমা ছিল ১৯ অক্টোবর পর্যন্ত। কিন্তু শেষ দিন তারা আবারও শাপলা প্রতীক চেয়ে আবেদন...