২০২৫ সালের এইচএসসি পরীক্ষার সদ্য ফল পাওয়া শিক্ষার্থীদের একাংশ সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে পরীক্ষায় ফেল করা ও আশানুরূপ জিপিএ না পাওয়া শিক্ষার্থীরা।বিষয়টি নিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডি ও বিভিন্ন গ্রুপে ব্যাপক প্রচার চালাচ্ছে। এ ছাড়া গতকাল রোববার (২০ অক্টোবর) আন্দোলনের ডাক দেওয়া শিক্ষার্থী সাইফুল্লাহ সাইফ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।এইচএসসি শিক্ষার্থীদের দাবিগুলো হলো, সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা; বোর্ড চ্যালেঞ্জে খাতা পুনঃনিরীক্ষণ নয়, পুনর্মূল্যায়ন করা এবং ১০০ নম্বরের সব অংশ (এমসিকিউ, সিকিউ, প্রাকটিক্যাল) রিচেক করা; ফেল করা বিষয়ের নম্বর সব অংশসহ (এমসিকিউ, সিকিউ, প্রাকটিক্যাল) আলাদাভাবে মার্ক দেখানো এবং সিকিউ ও এমসিকিউ মিলিয়ে সম্মিলিতভাবে পাসের ব্যবস্থা করা।এর আগে গত ১৯...