জয়ের জন্য শেষ ১২ বলে দরকার ছিল মাত্র ১২ রান, হাতে ৬ উইকেট। ক্রিজে তখন দলনেতা নিগার সুলতানা জ্যোতি ফিফটির দেখা পেয়েছেন, আর সঙ্গ দিচ্ছিলেন স্বর্ণা আক্তার। কিন্তু শেষ মুহূর্তের ধসেই হাতছাড়া হলো নিশ্চিত জয়ের ম্যাচ। শেষ পর্যন্ত মাত্র ৭ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করে শ্রীলঙ্কা নারী দল। জবাবে ১৯৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। জয় পেয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান টিকিয়ে রাখে স্বাগতিকরা। এই জয়ের ফলে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। অন্যদিকে ২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে বাংলাদেশ। টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া, এরপর যথাক্রমে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ছিল হতাশাজনক।...