কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, সংঘর্ষের সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র কয়েকজনের হাতে দেখা যায়। ঘটনার পরপরই অভিযানে নামে কোতোয়ালি থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ও র্যাব। রোববার রাতে ও সোমবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় ও বুড়িচং উপজেলায় অভিযান পরিচালনা করে মূলহোতাসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে ১৫ জন এবং র্যাব ২ জনকে গ্রেপ্তার করেছে।কুমিল্লার সিফাত ও জিসান দুই শীর্ষ কিশোর গ্যাং গ্রুপের গ্রেপ্তার হওয়া ১৭ জনের মধ্যে ১৫ জনের নাম জানা গেছে।তারা হলো ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী গ্যাং লিডার আলমগীর জিসান, মো. আরিফুল ইসলাম নাইম, দ্বীন ইসলাম, রোহান তালুকদার, আব্দুল্লাহ আল সিয়াম, গ্যাং লিডার মো. তানভীন সিফাত, মো....