বাংলাদেশ হাজার বছর পরাধীনতার শেকলে আবদ্ধ ছিল। উপনিবেশিক শাসনামলে এ দেশে শিক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন ঘটেনি। বাংলাদেশের স্বাধীনতার মূল ভূমিকায় ছিলেন এ দেশের ছাত্র ও শিক্ষকরা। বাংলাদেশের স্বাধিকার ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি একটি ঐতিহাসিক দিন। এই দিনটিতে ঘটেছিল গণঅভ্যুত্থান, যা ছিল বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক। মুক্তিকামী নিপীড়িত জনগণের পক্ষে জাতির মুক্তিসনদখ্যাত ছয় দফা এবং পরবর্তীতে ছাত্রসমাজের দেওয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এই গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে ১৯৭০ সালের নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে স্বাধীনতার ঘোষণা এবং ১৯৭১ সালের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ প্রায় ৫৪ বছর। এই চুয়ান্ন বছরে উপনিবেশিক আমলের বিরাজমান শিক্ষা ব্যবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি; বরং কোনো কোনো ক্ষেত্রে বৈষম্য বেড়েছে। মহান মুক্তিযুদ্ধের মূল...