বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাভার মডেল থানার মামলায় গ্রেপ্তার সোহেল রোজারিওকে তিনদিনের রিমান্ডে পাঠানো হয়েছে। সোমবার,(২০ অক্টোবর ২০২৫) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিনের আদালত এই আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক মো. আ. ওয়াহাব। শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ড দেয়। এদিন আসামিপক্ষের কোন আইনজীবী ছিলেন না। এর আগে গতকাল রোববার এই মামলায় তার সহযোগী আসামি মিঠু বিশ্বাসের দুইদিনের রিমান্ড দেয় আদালত। মামলায় অভিযোগ করা হয়, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী সাভারে এক ছাত্রকে প্রাইভেট পড়ানোর পর বাসায় ফেরেন। কিন্তু এসে দেখেন বাসা তালাবদ্ধ। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের...