সরকারি জমি দখল মানে জনগণের সম্পদ দখল। ভূমি অফিসের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের জায়গা যদি দালালচক্র দখল করে বাজার বসায় কীভাবে সেটা একটা প্রশ্ন। ভূমি অফিসে আসা সাধারণ মানুষদের সেবা দেওয়ার জায়গা সংকুচিত হয়ে পড়েছে, যানবাহন রাখার স্থান নেই, চলাচলের রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছে-এটা শুধু অব্যবস্থাপনা নয়, সেবার প্রতি চরম অবহেলা। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, এই দখলদারি সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের যোগসাজশ ও উদাসীনতার কারণে সম্ভব হয়েছে। অফিসের সামনেই কাঁচা বাজার গড়ে ওঠা, দোকানঘর নির্মাণ, এমনকি দালালদের অনলাইনে খাজনা রশিদ তৈরি করার মতো কাজ চলছে। আশার কথা, ডিমলার সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উভয়েই অবৈধ দখলদারদের উচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন, মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে দ্রুত জায়গা উদ্ধার করা হবে। এটি ইতিবাচক উদ্যোগ। তবে ঘোষণার চেয়ে কার্যকর...