মিশিগান অঙ্গরাজ্যের হিউরন হ্রদের মাঝে অবস্থিত মাকিনাক দ্বীপ- সেখানে গেলে মনে হবে যেন ওয়েস্টার্ন গল্পের এক টুকরা ভূমি। যেখানে গাড়ির হর্নের বদলে শোনা যাবে ঘোড়ার ডাক। যুক্তরাষ্ট্রের গাড়ির রাজধানী ডেট্রয়েটে অবস্থিত হলেও ৬০০ মানুষ ও সমসংখ্যক ঘোড়ার দ্বীপটিতে এখনো মোটরগাড়ি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।স্থানীয় দোকানদার উরভানা ট্রেসি মোর্স বলেন, এখানে ঘোড়াই রাজা। গলফ কার্ট চলাচলের অনুমতিও নেই। তাই আচমকা কোনো আওয়াজ শুনলে ধরে নেবেন সেটা দ্বীপের ঘোড়া বা পাখির কাছ থেকে এসেছে।জানা যায়, ১৮৯৮ সালে এক গাড়ির ব্যাকফায়ারে স্থানীয় ঘোড়াগুলো মারাত্মক ঘাবড়ে যায়। তখন থেকেই দ্বীপের অভ্যন্তরে ইঞ্জিনচালিত বাহন নিষিদ্ধ। এরপর থেকে তথাকথিত আধুনিকতার বদলে শান্ত জীবনযাপনকেই গুরুত্ব দিয়েছেন দ্বীপের বাসিন্দারা।প্রতি গ্রীষ্মে সাধারণ জীবন স্বাদের সন্ধানে প্রায় ১২ লাখ মানুষ মাকিনাকে যান। দ্বীপের বিখ্যাত ফাজ, ৭০ মাইলের ট্রেইল, ঘোড়ার খুরের শব্দে...