বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় সিলেটেও উদযাপিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’। এ উপলক্ষে সোমবার সকালে জেলা জেলা প্রশাসন চত্ত্বর থেকে র্যালী বের হয়। এটি সিটি পয়েন্ট চত্ত্বর ঘুরে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আজাদুর রহমান ও জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক আব্দুর রফিক।জেলা প্রশাসনের সার্বিক সহযোতিায় জেলা পরিসংখ্যান অফিস এসব কর্মসূচির আয়োজন করে। সভায় বক্তারা মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব, পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিসংখ্যানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সঠিক ও মানসম্মত পরিসংখ্যান...