বাংলাদেশে নতুন ভূমি আইন কার্যকর হওয়ার পর সম্পত্তি বণ্টন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই আইনের কিছু বাস্তব প্রয়োগে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানেকন্যা সন্তানরা পিতার সম্পত্তি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিতহতে পারেন—বিশেষ করে চারটি নির্দিষ্ট কারণে। সাধারণত ইসলামি উত্তরাধিকার আইনে কন্যা সন্তান পিতার সম্পত্তির পুত্র সন্তান যা পাবে তার অর্ধেক অংশ পাওয়ার অধিকারী। কিন্তু কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আইন অনুযায়ী তারা আর কোনো অংশ পাবেন না। ১. ১৯৬১ সালের ১৫ জুলাইয়ের আগে সংঘটিত ঘটনা হলে:যদি কন্যা সন্তান তার পিতার আগেই মারা যান এবং ঘটনাটি ১৯৬১ সালের ১৫ জুলাইয়ের আগে ঘটে থাকে, তাহলে ওই কন্যার সন্তানরাও পিতামহের (দাদার) সম্পত্তি থেকে কোনো অংশ পাবেন না। কারণ তখনকার আইনে প্রতিনিধিত্বমূলক উত্তরাধিকারের বিধান কার্যকর ছিল না। ২. কন্যার মৃত্যুর সময় সন্তান না...