সিলেটের কানাইঘাটে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে সবজি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে। সোমবার দুপুরে কানাইঘাট উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন প্রকল্প কতৃক আয়োজিত প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাক সবজির বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ভোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের দেয়া বীজ সঠিকভাবে কাজে লাগানোর কথা বলেন। সকলকে পরিশ্রম করে ফসল ফলানো জন্য বলেন যাতে কোনো জমি অনাবাদি না থাকে। কানাইঘাটের সবজি দিয়ে যেন পুরো সিলেটের চাহিদা মিটানো যায় সেই অভিলক্ষে এগিয়ে যেতে আহবান জানান তিনি এবং বিতরণকৃত বীজের জমি সঠিকভাবে...