প্রবাসীদের জন্য আসছে সুখবর। আগামী এক সপ্তাহের মধ্যেই বিমানবন্দরের ই-গেট চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমানোর সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। সোমবার (২০ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “যাদের ই-পাসপোর্ট রয়েছে তারা সহজেই ই-গেট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি সাধারণ নাগরিকদের সমান করা হবে।” তিনি জানান, সভায় সাম্প্রতিক অগ্নিকাণ্ড ও প্রবাসী নাগরিকদের সুবিধা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষায়, “আমরা সব সময় রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে গর্ব করি, কিন্তু বাস্তবে তারা অনেক সময় প্রাপ্য সম্মান পান না। তাই আপাতত তাদের পাসপোর্ট ফি কমানোর সিদ্ধান্ত হয়েছে।” কতটুকু ফি কমানো হবে—এমন প্রশ্নে...