ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীরা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, হিন্দুদের নিয়ে সবাই বলে হিন্দু মানে আওয়ামী লীগ, হিন্দু মানে নৌকা।আমি বলি না। এবার হিন্দুরা দেখাবে, হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাঁড়িপাল্লা। সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরার তালায় আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামীকে ভোট দিলে হিন্দুরা সবচেয়ে নিরাপদে থাকবে মন্তব্য করে তিনি তালা-কলারোয়ার হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিলে অতীতের সব শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন। সমাবেশে নাম উল্লেখ না করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ইঙ্গিত করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরও...