হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও ই-কমার্স উদ্যোক্তা কার্যত নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের বেশিরভাগেরই কোনো ইনস্যুরেন্স ছিল না। ফলে, ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। কেউ ৫ লাখ কেউ ৫০ লাখ টাকার পণ্য আমদানি করেছিলেন, যা এক রাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সরেজমিন পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক ক্ষতির বিষয়টি জানা গেছে। বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে দেখা যায়, কার্গো ভিলেজের পুড়ে যাওয়া ভবনের সামনের ফুটপাতে অবস্থান করছেন বিভিন্ন সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের কর্মীরা। ভবনের সামনে ফায়ার সার্ভিসের একটি গাড়ি মোতায়েন রয়েছে এবং কয়েকজন কর্মী ভেতরে কাজ করছেন। পুরো এলাকা পুলিশ...