পদ্মা-যমুনা- কালীগঙ্গা ও ধলেশ্বরী বিধৌত প্রাচীন জনপদ মানিকগঞ্জে নির্বাচনী হাওয়া বেশ জোরেই বইতে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় জেলার তিনটি আসনের গ্রাম-গঞ্জ-শহর সর্বত্রই এখন যেন নির্বাচনী উৎসব উৎসব ভাব। শীতের আমেজের সঙ্গে ভোটের গরম হাওয়া বাড়তে শুরু করেছে জেলাব্যাপী ভোটের মাঠে।মানিকগঞ্জের তিনটি আসনে অংশগ্রহণকারী দলগুলোর মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৩৩ জন। এর মধ্যে বিএনপিতে মনোনয়নপ্রত্যাশীর ছড়াছড়ি। দীর্ঘদিন পরে হলেও জেলার তিনটি আসনই পুনরুদ্ধারে মরিয়া হয়ে মাঠে নেমেছে বিএনপি। একাধিক প্রার্থিতার সুযোগে দলের মধ্যে যাতে বড় ধরনের কোনো বিভক্তি দেখা না দেয়, সেই চেষ্টারও কমতি নেই জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের।এক্ষেত্রে কিছুটা হলেও সুবিধানজনক অবস্থানে আছে জামায়াতে ইসলামী। অনেক আগেই তিনটি আসনেই একক প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছে দলটি। বড় এই দুটি দল ছাড়াও...