ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে বিজ্ঞানীদের জন্য এক নতুন আশার খবর এসেছে। সম্প্রতি কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ গবেষণায় উদ্ভিদ কীভাবে তৈরি করে মিত্রাফাইলিন—প্রাকৃতিকভাবে উৎপন্ন একটি জৈব যৌগ—তার রহস্য উন্মোচন করা হয়েছে। মিত্রাফাইলিনের অ্যান্টি-টিউমার এবং অ্যান্টি-ক্যান্সার গুণ দীর্ঘদিন ধরে চিকিৎসাবিজ্ঞানে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। এটি শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে। তবে প্রকৃতিতে এটি খুবই সীমিত পরিমাণে পাওয়া যায়, মূলত ট্রপিকাল অঞ্চলের কফি পরিবারভুক্ত গাছ, যেমন-ক্রাটম প্রজাতির গাছে। গবেষকরা দেখেছেন, উদ্ভিদ দুটি বিশেষ এনজাইম ব্যবহার করে মিত্রাফাইলিন তৈরি করে। এক এনজাইম অণুর ৩ডি স্থানিক বিন্যাস নির্ধারণ করে, আর অন্যটি সেই গঠনকে “মোচড়” দিয়ে সম্পূর্ণ করে। এর ফলে মিত্রাফাইলিনের স্বতন্ত্র পাকানো আকার তৈরি হয়। গবেষকরা বলেন, “এটি অনেকটা উৎপাদন লাইনে হারানো যন্ত্রাংশ খুঁজে পাওয়ার মতো ঘটনা। আমরা জানতাম উদ্ভিদ এই...