বর্তমানে ফেসবুক ব্যবহারকারীদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়গুলোর একটি হলো ‘ব্লু টিক’ বা নীল টিক চিহ্ন। এটি মূলত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টকে আধিকারিক ও যাচাইকৃত হিসেবে চিহ্নিত করে। ফেসবুক দুটি উপায়ে ব্লু টিক দেয়—একটি হলো নির্দিষ্ট অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিয়ে, অন্যটি হলো স্বাভাবিক আবেদন প্রক্রিয়ায় বিনামূল্যে যাচাই করানো। বিখ্যাত ব্যক্তিত্ব, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইনফ্লুয়েন্সার বা বড় প্রতিষ্ঠানগুলো সাধারণত নিজেদের অ্যাকাউন্ট বা পেজ যাচাই করাতে আবেদন করেন। নীল টিক পাওয়ার পর তাদের প্রোফাইলের বিশ্বাসযোগ্যতা ও অনুসারীর সম্পৃক্ততা (engagement) উভয়ই বেড়ে যায়। ফেসবুকের নিয়ম অনুযায়ী ভেরিফিকেশনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হয়— প্রথমে আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ যাচাই করতে চান, তাতে লগ ইন করুন। এরপর প্রোফাইল পিকচারে ক্লিক করে Settings & Privacy অপশনে যান। সেখান থেকে Settings & Privacy → Personal...