নোয়াখালী জেলায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত পবিত্র কুরআনের দারস মাহফিলে যুবদল সভাপতি ফারুকের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের দুষ্কৃতিকারীদের হামলায় অর্ধশতাধিক শ্রোতা আহত এবং বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, গত ১৯ অক্টোবর নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদে ইসলামী ছাত্রশিবির আয়োজিত পবিত্র কুরআনের দারস মাহফিলে যুবদল সভাপতি ফারুকের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের একদল দুষ্কৃতিকারী হামলা চালায়। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয় এবং বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তিনি বলেন, আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় বিএনপি, যুবদল ও...