জুলাই-আগস্টে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শেষ পর্যায়ে রয়েছে। প্রসিকিউশন পক্ষ আশা প্রকাশ করছেন নভেম্বরেই এ মামলার রায় হতে পারে। পাশাপশি আরও ৬টি মামলার রায় চলতি বছরেই হবে বলে জানিয়েছে প্রসিকিউশন পক্ষ।এদিকে প্রসিকিউশন পক্ষ শেখ হাসিনা ও কামালের চরম দ- (মৃত্যুদ- চেয়েছেন। অন্যদিকে রাষ্ট্রকর্তৃক নিয়োজিত আইনজীবী বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তিনি এ মামলা থেকে খালাস পাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ খবর জানা গেছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম জনকণ্ঠকে বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেছে। এখন আসামি পক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করছেন। তাদের যুক্তিতর্ক উপস্থাপন...