ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের তোপের মুখে অফিস ছেড়ে পালালেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস। ৪ শতাধিক ঠিকাদার ১৬টি কাজের টেন্ডারের বিপরীতে প্রায় ৬৯ লক্ষ টাকার পে-অর্ডার জমা প্রকৌশলীর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা অভিযোগ তুলে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিলেন ক্ষতিগ্রস্ত ঠিকাদাররা সোমবার,(২০ অক্টোবর ২০২৫) বিকেলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এক জরুরি বৈঠকে বসেন ক্ষতিগ্রস্ত ঠিকাদাররা। এসময় তারা নির্বাহী প্রকৌশলীর স্বেচ্ছাচারিতা ও সমন্বয়হীনতার অভিযোগ তুলে উত্তেজিত হয়ে ওঠে। তাদের তোপের মুখে নির্বাহী প্রকৌশলী সেখান থেকে একপ্রকার পালিয়ে যান। সরেজমিনে গিয়ে জানা যায়, চার শতাধিক ঠিকাদার ১৬টি কাজের টেন্ডারে অংশ নিতে সোমবার, অফিসে উপস্থিত হন। এসব টেন্ডারের ওপেনিং ডেট ছিল ওইদিনই। নিয়ম অনুযায়ী ঠিকাদাররা প্রায় ৬৯ লক্ষ টাকার পে-অর্ডার জমা দিয়েছিলেন। তবে হঠাৎ নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস জানিয়ে দেন,...