১৯৮৬ : ১৯৮২ সালের মার্চ মাসে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রের ক্ষমতা দখলকারী সেনাপ্রধান এরশাদ ৩ বছর সামরিক শাসনের অধীনে জাতীয় পার্টি নামের রাজনৈতিক দল গঠন করেন। তারপর সবকিছু গুছিয়ে ’৮৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে উদ্যোগী হলে বিএনপিসহ সকল রাজনৈতিক দল এরশাদের অধীনে যাবতীয় নির্বাচন বর্জনের সম্মিলিত সিদ্ধান্ত গ্রহন করে। এমনকি, এ সিদ্ধান্ত কেউ ভঙ্গ করলে তাকে জাতীয় বেঈমান আখ্যায়িত করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়। কিন্তু নির্বাচনী ক্ষণগননার প্রায় শেষ মুহুর্তে আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিলে জামায়াতও তাতে শরীক হয়ে বেঈমানির ইতিহাস রচনা করে। যাই হোক, সে নির্বাচনটি ছিল নিয়ন্ত্রিত এবং এরশাদের অনুগ্রহে আওয়ামী লীগ বিরোধী দলের মর্যাদা লাভ করে। আর জামায়াতে ইসলামী মাত্র ১০টি আসনের অধিকারী হয়। বলাবাহুল্য, সেই নির্বাচনী ফলাফল গণসমর্থন নিরূপণের কোন মানদ-...