সাড়ে চার বছর আগে পুরান ঢাকায় এক ব্যবসায়ীর ৯০ ভরি স্বর্ণ ছিনতাইয়ের মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক এস এম সাকিব হোসেনসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদকারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার,(২০ অক্টোবর ২০২৫) এ রায় ঘোষণা করেন ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলাম। দণ্ডিতদের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক গাড়িচালক ইব্রাহিম শিকদার ছাড়াও জীবন পাল, আমিনুল ইসলাম, রতন কুমার সেন ও এমদাদুল হক নামে চারজন রয়েছেন। দণ্ডিতদের মধ্যে সাকিব ও জীবনকে ৮ বছর করে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। অন্য চার আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন মাস করে কারাভোগ করতে হবে। হারুন মুন্সী নামে এক আসামির বিরুদ্ধে...