তদারকির ব্যর্থতায় দায় এড়ানোর প্রবণতা নিয়ে ক্ষুব্ধ শিক্ষক সমাজ দিনাজপুরের বিরামপুর উপজেলায় পর পর শিক্ষক লাঞ্ছিত ও মারধরের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষক সমাজ। প্রথমে একটি মাদ্রাসায় প্রভাষক দম্পতির হাতে শিক্ষক লাঞ্ছিত ও নারী শিক্ষক আহত হওয়ার ঘটনায় দ্রুত তদারকি ও সিদ্ধান্ত না আসায় শিক্ষক মহলে ক্ষোভ দানা বাঁধে। এর মধ্যেই প্রকাশ্যে আসে আরেক অভিযোগ। একই অঞ্চলের মাধুপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী, অফিস সহকারী ও অফিস সহায়কের হাতে সহকারী শিক্ষক পঙ্কজ চন্দ্র মহন্ত মারধর ও অপমানের শিকার হয়েছেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। বছর বছর একই অফিস, একই তদারকি কাঠামো, কিন্তু শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক হস্তক্ষেপের ধীরগতি ও উদাসীনতা শিক্ষকদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। প্রথম ঘটনায় চাঁদপুর ফাজিল (স্নাতক) মাদ্রাসায় প্রকাশ্যে শিক্ষক লাঞ্ছিত হওয়ার পর পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে...